Firiye De Na (ফিরিয়ে দে না) Lyrics in Bangla ¦¦ Abir Biswas
1 minute read
Firiye De Na (ফিরিয়ে দে না)
by Abir Biswas
Firiye De Na Song is Crooned by Abir Biswas. Lyrics are written by Sunil-Rajat & Sourav Goswami. Song Mixing And Mastering By Abir Biswas.
Song: Firiye De Na
Lyricist: Sunil-Rajat & Sourav Goswami
Composer: Abir Biswas
Produced by: Prabir Jana
Label: KMJ Music Series
Firiye De Na Lyrics in Bangla
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।
বল কি করে তোকে
ছেড়ে থাকবো আমি দূরে,
যেখানে আজ স্বপ্ন গুলো সবই তোকে জুড়ে,
জানি আর যাবেনা রাখা
কোনো মায়ার বাঁধন দিয়ে,
নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে।
তবে আমি ছিলাম শুধুই বোকা
ভালোবেসে হলাম একা,
সেই বোকামি গুলোই আমায় ফিরিয়ে দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।
আমি দিয়েছিলাম তোকে
ওরে হাজার সুখের আলো,
আমার জীবন আঁধার করে
থাকবি কি তুই ভালো??
তবু আজও আমি কাঁদি
বসে একলা ঘরের কোনে,
মিথ্যে ছিলো ভালোবাসা আমার এ জীবনে।
কেনো দিয়ে গেলি এমন ব্যাথা
করে গেলি আমায় একা,
করলি রে তুই কেনো এমন জবাব দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না
ও.. ও..