Jwalchhobi (জলছবি) Song Lyrics Rupankar & Subhamita
1 minute read
Jwalchhobi (জলছবি) by Rupankar & Subhamita
Jwalchhobi Song is Crooned by Rupankar Bagchi & Subhamita Banerjee. Lyrics are written by Arindam Saha. Song Mixing And Mastering By Goutam Basu.
Song: Jwalchoobi (জলছবি)
Composer: Joy Sarkar
Lyricist: Arindam Saha
Vocals: Rupankar Bagchi & Subhamita Banerjee
Label: Asha Audio
Jwalchhobi Lyrics in Bangla
আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না,
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না,
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা।।
আমার মনেতে, মনের কোণেতে
তোমারই জলছবি,
হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই।
মনের মুকুরে নীল সে সাগরে
তুমি জলপরী,
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে
এখন কি করি?
তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা
তুমি ছাড়া মন মানেনা।।
হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয়,
তোমার পরশে, প্রেমের বরষে
জীবন মধুময়।
আকাশ বাতাসে ফুলের সুবাসে
আজ যে মনোময়,
সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময়।
হুঁ.. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি
খুঁজে নিও আমার ঠিকানা।
ও.. আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা।।